FAQ

Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
FAQ QUESTIONS

সকল সাধারণ প্রশ্নের উত্তর

আমি কি ভর্তির যোগ্য?

আমাদের এই Coloring Page Basic to Advance কোর্স নতুনদের জন্য না।যারা গ্রাফিক্স ডিজাইন জানে অথবা Illustrator জানে শুধু তাদের জন্য এই কোর্সটি

আমাদের কোর্সের ক্লাস গুলু কি লাইভ নাকি রেকর্ডেড ?

আমাদের সকল ক্লাসগুলু প্রি-রেকর্ডেড এবং সকল ক্লাস আমাদের নিজস্ব স্টুডিওতে হাই কোয়ালিটি মাইক ও ক্যামেরা দ্বারা রেকর্ড করা । আমাদের উদ্দেশ্য স্টুডেন্টদের হাই কোয়ালিটি লেসন প্রভাইড করা, এবং স্টুডেন্ট দের বোরিং ভাব থেকে দূরে রাখতে ছোট্ট ছোট্ট লেসন এর মাদ্ধমে তাদেরকে একটি স্কিল অর্জন করতে সাহায্য করা । আমরা চাইলেই লাইভ ক্লাস নিতে পারতাম, কিন্তু লাইভ ক্লাসের অনেকগুলু বাজে দিক রয়েছে, যেমন – ক্লাসের রানটাইম অনেক বেশি হওয়া, ক্লাসের কোয়ালিটি বাজে হওয়া, স্টুডেন্ট দের এটেন্ডেন্স থিকমত না হওয়া, একই ক্লাস পুনরায় রিপিট করতে না পারা এবং আরো অনেক অনেক কিছু । কিন্তু রেকর্ডেড ক্লাসে আমরা চাইলেই কোয়ালিটি বজায় রেখে শর্ট শর্ট লেসন এর মাধ্যমেই একজন স্টুডেন্ট কে তার স্কিল্টি সহজেই শিখিয়ে ফেলতে পারবো এবং একজন স্টুডেন্ট চাইলে যেকনো সময় ক্লাস দেখতে পারে। অপরদিকে লাইভ ক্লাসে অনেক সময় ব্যাস্ত থাকার কারণে স্টুডেন্ট ক্লাসে Join হতে পারে না

একটি কোর্স সম্পূর্ণ করতে সর্বোচ্চ কত সময় দরকার ?

এই প্রশ্নের উত্তর পুরটাই নির্ভর করবভে আপনার ডেডিকেশন এর উপর । তবে একটি জিনিস সবসময় মনে রাখবেন , কোনো স্কিল এ ১-২ সপ্তাহ ভিডিও দেখলেই শিখে ফেলা জায়না, একটি কোর্স ভালো ভাবে আয়ত্ত করতে হলে আপনাকে প্রতিটা লেসন শেষ হবার পর সেটিকে প্রেক্টিস করতে হবে এবং তারপর পরের লেসন এ জেতে হবে । এবং প্রেক্টিস যত ভালো হবে, ততই আপনি একটি স্কিল ভালোভাবে আয়ত্ত করতে পারবেন ।

একটি কোর্স Enroll করার পর সেটির এক্সেস কতদিন থাকবে?

আপনি একটি কোর্স ইনরোল করার পর সেটির এক্সেস আজীবন থাকবে । এবং আরো মজার বেপার হল কোর্স এ যত আপডেট আসবে সকল আপডেট আপনি ফ্রিতেই পেয়ে জাবেন ।

কোর্স সম্পর্কিত যেকোনো সমস্যা হলে কিভাবে জানাবো ?

কোর্স সম্পর্কিত যেকোনো সমস্যা আপনি ফেস করলে, সরাসরি আমাদের মেসেঞ্জার গ্রুপে ইনবক্স করতে পারবেন এবং আমাদের ওফিসিয়াল গ্রুপেউ পোস্ট করতে পারবেন। আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম সর্বদা নিয়জিত আছে আপনাকে সাহায্য করার জন্য।

আমাদের কোর্সগুলো মোবাইল দিয়ে করা যাবে কী ?

আমাদের কোর্স গুলু আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এবং যেকোনো ডিভাইস থেকেই করতে পারবেন। কিন্তু হ্যা প্র্যাক্টিস এর জন্য অবস্যই আপনাকে Computer/Laptop এ করতে হবে।

একটি কোর্স শেষ করবার কতদিন পর ইঙ্কাম শুরু করতে পারবো ?

আপনার মুল উদ্দেশ্য যদি ইনকাম করা হয় তাহলে আপনি সেটি কখনই পারবেন না। কিন্তু যদি আপনার উদ্দেশ্য স্কিল অর্জন করা হয়, তাহলে আপনি একটি স্কিল শিখা শেষ হবার পর এবং ভালমত আয়ত্ত করবার পর অবশ্যই কাজ পেয়ে জাবেন । মনে রাখবেন দক্ষ লোকের কদর সব জায়গায় সর্বদা ই রয়েছে ।

কোর্স শেষ হলে কি সার্টিফিকেট দেয়া হবে?

জি না, আমাদের কোর্সে কোন সার্টিফিকেট নাই।

কি কি মাধ্যম ব্যবহার করে আমি পেমেন্ট সম্পূর্ণ করতে পারবো?

বর্তমানে ইকরা ডিজাইন Bkash Payment Method সচল রেখেছে। আপনাকে কোর্স কিনতে হলে অবস্যই Bkash Payment Method ব্যবহার করে কোর্স কিনতে হবে। পরবর্তীতে অন্যান Payment Method চালু করা হবে।

Payment সম্পূর্ণ করার সাথে সাথেই কি আমি কোর্স এক্সেস করতে পারবো?

জি হ্যা আপনি Payment সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গেই কোর্স এক্সেস করতে পারবেন।

আমি কিভাবে একটি কুপন রিডিম করব?

কুপন পাওয়ার জন্য আপনাকে ইকরা ডিজাইন ফেসবুক পেজে নজর রাখতে হবে। বিভিন্ন অফারে ইকরা ডিজাইন ফেসবুক পেজে আমরা কুপন দিয়ে থাকি। এছাড়াও অনেক রিসেলার এর থেকে আপনি কুপন পার্সেস করতে পারবেন।

আমি কিভাবে রিফান্ড ফেরত পেতে পারি?

আপনি কি কি কারণে রিফান্ড ফেরত পেতে পারেন এইটা জানতে আমাদের রিফান্ড পলিসি বিস্তারিত পড়ুন।

Bkash Payment Method ব্যবহার করে কি কি উপায়ে আমি কোর্স পার্সেস করতে পারি?

শেখার ব্যবস্থাপনা সিস্টেম, শিক্ষার্থীদের একটি শারীরিক শ্রেণীকক্ষে না নিয়েই একটি ক্লাস সেটিং উপস্থাপন করার জন্য বিস্তৃত বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে। এটি সবই নির্ভর করে আপনি যে ওয়ার্ডপ্রেস প্লাগইনের সাথে যান তার উপর, তবে সাধারণভাবে।

ইকরা ডিজাইন এর লেসনগুলো কি ডাউনলোড করতে পারবো?

ইকরা ডিজাইন এর লেসন ভিডিওগুলো ইউজাররা কোর্সে এনরোল করে ওয়েবসাইট থেকেই দেখতে পারবে। ইকরা ডিজাইন এর কোনো লেসন ডাউনলোড করার কোনো অপশন নেই এবং কেও যদি ঘুড়ি লার্নিংয়ের ভিডিওগুলি ডাউনলোড করে নিজের কোনো পেজ এ আপলোড দিয়ে থাকে অথবা ব্যাবসায়িক কাজে ব্যবহার করে তবে ইকরা ডিজাইন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।

X